শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ প্রদর্শন করেছেন

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদে তারা সাক্ষাৎ করেন। খবর রয়টার্সের।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারি ফুটেজে দেখা গেছে, রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে, সিরীয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ।

শারা এক লিখিত বিবৃতিতে বলেছেন, তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি ‘শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যত পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বিবৃতিতে বলেছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দামেস্কে শারার সঙ্গে সাক্ষাৎ করেন। গত ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর আল-শারা ক্ষমতায় আসেন। গত সপ্তাহে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির।

গত সপ্তাহে দামেস্ক সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে নিযুক্ত রয়েছে সৌদি আরব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ