শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

কবে ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিমরা?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ প্রদর্শন করেছেন

গত আসরেও বিপিএলের শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ট্রফি নিয়ে যাওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির নিজ শহর বরিশালে। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়ে উঠেনি। যার কারণে ভক্তদের মনে খানিক দুঃখ ছিল। তবে এবার সেই দুঃখ ঘুচিয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। জানিয়েছেন রোববারই ট্রফি নিয়ে বরিশাল পা রাখবে দল।

শিরোপা জিতলে নিজ শহর বরিশালে ট্রফি নিয়ে উৎসব করবে দল; আগে থেকেই এমনটা বলা হয়েছিল দলের পক্ষ থেকে। এবার ট্রফি জয়ের পর সেই সময়ও জানাল দলটি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

এর আগে টুর্নামেন্টের শুরুতে ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় সব পরিকল্পনাই আসে তামিমের পক্ষ থেকে। গতকাল শিরোপা জয়ের পর সেই কথারই ইঙ্গিত মিলেছে বরিশাল অধিনায়কের মুখে, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

চ্যাম্পিয়ন বরিশালের সতীর্থদের কৃতিত্ব দিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। আমার রিশাদ (হোসেন), (তাওহীদ) হৃদয়, (নাজমুল হোসেন) শান্তদের মতো তরুণরা ছিল। আরিফুল হকের মতো তরুণকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ