শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

ডিবির হেফাজতে এসপি তানভীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। মঙ্গলবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে তাকে তুলে আনা হয়। তবে, কি কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীরকে নিয়ে গেছে।

এসপি তানভীরের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর। ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ