কক্সবাজারের টেকনাফ থানাধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পৌর শহর পুরাতন বাস স্টেশন আবু ছিদ্দিক মার্কেট এর সামনে রাস্তার ফুটপাত হইতে দুইজন রোহিঙ্গা মাদক কারবারিকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে ডিএনসিসি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আট ঘটিঘার সময় টেকনাফ পৌর শহর পুরাতন বাসস্ট্যান্ডে এই অভিযানটি পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ইনচার্জ ব্রূজালাল।
আটককৃতরা হলেন, ০১ মোহাম্মদ কাসিম (৩৩) ,পিতা-ছৈয়ম আলম, সাং- কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, ০২! ইমাম হোসেন (১৯), পিতা-নূর হোসেন, সাং কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প,
থানা-উখিয়া,জেলা-কক্সবাজার দ্বয়কে ১০০০০(দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।