কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের এম-৩২ ব্লকের একটি মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে ফেরার পথে ছয়-সাতজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নাম মোহাম্মদ নুর (২৮)। তিনি উখিয়ার তানজিমার খোলা রোহিঙ্গা আশ্রয় শিবিরের (ক্যাম্প-২০) হেড মাঝির (নেতা) দায়িত্বে ছিলেন।
মোহাম্মদ নুরের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের সিকদারপাড়ায়। তার বাবার নাম আবু সৈয়দ। ২০১৭ সালের সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসে ক্যাম্প-২০-তে বসবাস শুরু করেন নুর।
আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমিন এ বিষয়ে বলেন, পূর্বশত্রুতার জেরেই মোহাম্মদ নুরকে হত্যা করা হয়েছে। গত বছর রমজানেও তাকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা জানান, মোহাম্মদ নুর এক সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য ছিলেন। পরে তিনি আরেকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন, যার ফলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, নিহত নুর ক্যাম্প-২০ এর হেড মাঝি ছিলেন। তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।