মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, দাবি ইলিয়াসপত্নী রুনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর রুনা। রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

রুনা বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ বলছেন স্থানীয় নির্বাচন ও কেউ বলছেন সংস্কার শেষে আর এখন নতুন দল বলছে, শেখ হাসিনার বিচার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৫টি বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে মাঠে আন্দোলন করে আসছি। এর জেরে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার। অনেকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এ অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কিছু বিষয়ে সংস্কার করে নির্বাচন দেবেন। কিন্তু এখন আমরা দেখতে পারছি নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও বিভিন্ন ধরণের বক্তব্য আসছে। আমরা বলবো, সংস্কার বা বিচার একটি দীর্ঘতম চলমান প্রক্রিয়া। তাই নির্দিষ্ট কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ