শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর অমিতাভের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন রেখা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৮ প্রদর্শন করেছেন

বলিউডের আলোচিত প্রেম হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। এক সময় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই জুটির সম্পর্ক। সেই সময় অমিতাভ এবং জয়া বিবাহিত ছিলেন। কিন্তু চলচ্চিত্রের সেটে বারবার দেখা করার ফলে নাকি অমিতাভ এবং রেখার মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। তবে দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে কখনও কিছু বলেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লেখক হানিফ জাভেরি তাদের সম্পর্ক নিয়ে কথা বলে জানিয়েছেন কীভাবে জয়া বচ্চন পরিকল্পনা করে রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক চিরতরে শেষ করে দিয়েছিল।

লেখক হানিফ জাভেরি ‘মেরি সহেলি’ পডকাস্টে বলেছেন, রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক ‘দো অনজানে’ ছবির সেটে গভীর হয়ে ওঠে। তারা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিলেন।

এই সময় ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অমিতাভ বচ্চনের এক অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে। এই কঠিন সময়ে জয়া বচ্চন স্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং অভিনেতার পাশে সব সময়ে ছিলেন। তিনি বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন। জয়ার এই প্রেম অমিতাভ বচ্চনের হৃদয়কে স্পর্শ করেছিল এবং রেখার সঙ্গে তার সম্পর্ক শেষ হতে শুরু করে।

হানিফ বলেন, ‘যখন অমিতাভ বচ্চন চেতনা ফিরে পেয়েছিলেন এবং জয়াকে দেখেছিলেন, তখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়েছিলেন এবং নিজেকে বদলাতে শুরু করেছিলেন।’

হানিফ জাভেরি আরও বলেন, অমিতাভ বচ্চনকে ফিরে পেতে জয়া একবার রেখার জন্য তার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করেছিলেন। তিনি বলেছেন, ‘জয়া বচ্চন সেই দিন রেখাকে খুব ভালো খাবার খাইয়েছিলেন, দুজনে অনেক কথা বলেছিলেন এবং যখন যাওয়ার সময় হয়েছিল, জয়া তখন রেখাকে বলেছিলেন, ‘অমিতাভ আমার। সে আমার ছিল এবং সে আমারই থাকবে।’ জয়ার কারণেই নাকি রেখাও সরে যান অমিতাভের জীবন থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ