গাজীপুরের শ্রীপুরে উপজেলার মাওনা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে হাজি আমছর আলী সরকার ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, এবার ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা তৃণমূলে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঈদ সামগ্রী বিতরণে অল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ, মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকার, সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।