জয়নাল আবেদিনের ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন জিনাত সানু স্বাগতা। অভিষেক ছবিতেই করেছিলেন খল চরিত্র। দীর্ঘ ১৭ বছর পর আবার পর্দায় খলনায়িকা হবেন স্বাগতা , অঞ্জন আইচের ওয়েব ছবি ‘কিশোরী’ তে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।