শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। অবশেষে শনিবার থেকে স্থলবন্দরটি দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও যানবাহন চালকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ