শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

মিয়ামিতে থাকবেন না চলে যাবেন মেসি?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

এখনও বাকি কত সময়, তবুও লিওনেল মেসির ভবিষৎ নিয়ে উঠেছে প্রশ্ন। আর্জেন্টাইন সুপারস্টার ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি বাড়াবেন নাকি এ বছরের শেষে চুক্তির মেয়াদ ফুরালে নতুন ডেরায় যাবেন, সেই নিয়েই চাউর ফুটবল বিশ্ব। আশার কিংবা খুশির খবর শুনিয়েছে দ্য অ্যাথলেটিক।

গণমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে কথাবার্তা পাঁকা করে ফেলেছে মিয়ামি। চুক্তি বাড়িয়ে নেবেন লিও। নতুন করে অন্তত ১ বছরের জন্য চুক্তি হবে। গণমাধ্যমটির তথ্যমতে ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মিয়ামিতে মন বসেছে কিংবদন্তির।

এই সপ্তাহের শুরুতে এফডিপি রেডিও মিয়ামিকে ক্লাবের ব্যবস্থাপনা মালিক জর্জ মাস বল ঠেলে দিয়েছেন মেসির কোর্টে, ‘এটা (চুক্তি নবায়ন) কেবল মেসির সিদ্ধান্ত। আমি আশা করছি, ৬০-৯০ দিনের মধ্যে সবকিছু নির্ধারিত হয়ে যাবে। সবসময়ই আশাবাদী ছিলাম। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে যাতে মেসির খেলা দেখা যায়, সেই লক্ষ্যে আমরা সবকিছুই করছি। আশা করি এমনটা হবে।’

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। মেসি সেই আসরে খেলবেন কিনা—তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএসে নাম লিখিয়েছেন।

২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। যে চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হবে। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন মেসি। এ মৌসুমেও সব লিগ মিলিয়ে ৯ ম্যাচে করেছেন ৮ গোল। লিগে মেসির দল আছে দুই নম্বরে। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট মিয়ামির। শীর্ষে  আছে কলম্বাস ক্রু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ