রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

চারুকলা ও ভাস্কর মানবেন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বুধবার সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে জানান, ঢাবির চারুকলায় এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা।

তারা বলেন, পলাতক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতদিন যারা নিজেরাই আগুন দিয়ে ভিন্ন মতাবলম্বী মানুষদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করত, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো— সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে যখন শান্তি-শৃঙ্খলা ফিরে আসছে, তখনও ফ্যাসিবাদের দোসসরা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রেরই অংশ। জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি তাদের মজ্জাগত চরিত্র। তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করাটা আশায় গুড়েবালি।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা অবিলম্বে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির চেয়েছেন। পাশাপাশি চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ইউট্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ