রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

নাগার প্রেমে প্রতারিত হয়ে দীর্ঘদিন পর যে আক্ষেপ জানালেন সামান্থা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য অনেক দিন প্রেমে জড়িত ছিলেন। এর পর এ তারকা জুটি বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি।

জানা গেছে, বৈবাহিক অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কিনা— এ বিষয়ে কখনো জানার চেষ্টা করেননি সামান্থা? নাগার চলাফেরায় কখনো নজরদারি করেননি তিনি?

সম্প্রতি একটি গণমাধ্যমে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, একজনের ওপরে নজর রাখা উচিত ছিল।

এদিকে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়িপাতা বা কারও ওপর নজরদারি— এসব কিছুই করেননি অভিনেত্রী।

তবে এক পুরোনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন— একজনের ওপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠেছিল— সামান্থা কি নাগা চৈতন্যের কথা বলছেন?

সেই সাক্ষাৎকারে সামান্থা আরও বলেছিলেন—গুপ্তচরের কোনো গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হতো। একজনের ওপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন— আমি নিশ্চিত, সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।

উল্লেখ্য, ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। গত বছর শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তারা চার হাত এক করেছিলেন। তবে সামান্থা এখনো একাকী। শেষ তাকে দেখা গেছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ