বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনসহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছেন। হাজার হাজার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। আওয়ামী লীগের এ ধরনের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তিনি বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের জন্য দেশকে কুক্ষিগত করে রেখেছিলেন; কিন্তু পারেন নাই। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে নেতাকর্মীদের ছেড়ে তিনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এখন যিনি ক্ষমতায় আছেন তিনি সারা বিশ্বের কাছে সুপরিচিত। আমরা চাই তার কাছে আহবান জানাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা জনগণের কথা চিন্তা করে। দেশের মুক্তিযুদ্ধকালীন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে গিয়েছিল তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করেছেন। দেশকে স্বাধীন করেছেন।
জাতীয় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা কেন্দ্রীয় কমিটি আয়োজিত গাইবান্ধা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাইবান্ধা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক, ডা. মওদুদ আলমগীর পাভেল, গণশিক্ষ বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিডিয়া সেলের সদস্য ফারহানা শারমিন পুতুল, বিএনপি নেতা আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকনসহ স্থানীয় নেতারা।