সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশ।
গ্রেফতার মোর্তুজা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের দিনাজপুর গ্রামের মেহের আলীর ছেলে ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাকে দর্শনা থানার একটি অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দামুড়হুদা দর্শনা থানার ওসি মুহাম্মদ শহিদ তিতুমীর বলেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ জয়নগর চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি অপহরণ মামলা রয়েছে। রবিউল ইসলাম রবি (৫৬) নামে একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে শারীরিক নির্যাতন করে হত্যার চেষ্টা করেন তিনি। পরে ভুক্তভোগী রবি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে জীবননগর থানায় মারামারি ও হত্যা চেষ্টার আরেকটি মামলা রয়েছে।