বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ওয়েষ্ট ইন্ডিজের গায়ানার কায়েতুর নিউজে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক কিশোরীসহ মোট ১১ জন নারীকে একজন তারকা ক্রিকেটার দিনের পর দিন ধর্ষণ করেছেন।  এই ঘটনায় নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি এই ঘটনায় অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সঠিক ন্যায়বিচার হবে। তবে পাশাপাশি তিনি এও জানিয়েছেন সঠিক প্রক্রিয়া মেনে ঘটনার তদন্ত হবে।

গায়ানার কায়েতুর নিউজে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক কিশোরীসহ মোট ১১ জন নারী ওই ক্রিকেটারের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ করেছেন, যার মধ্যে কিছু ঘটনা ২০২৩ পর্যন্তও ঘটেছে বলে বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও ধর্ষণের অভিযোগ দায়ের হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যামি পুরো বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন এবং আইনি প্রক্রিয়াকে সম্মান জানানোর কথা বলেছেন।

উইন্ডিজের সাবেক অধিনায়ক স্যামি বলেন, মিডিয়ায় যা কিছু চলছে, আমরা তা জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছ থেকে চিনি, তাদের সঙ্গে কথা বলেছি। আমি এটুকু বলতে পারি যে আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আমাদের সমাজও ন্যায়বিচারে বিশ্বাস রাখে।

তিনি আরও বলেন, ‘তবে এর জন্য একটি প্রক্রিয়া রয়েছে। অভিযোগ তোলা হয়েছে এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করব যাতে সঠিক প্রক্রিয়া ও সঠিক পদ্ধতি অনুসরণ করা যায়।’

স্যামি বলেন, কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আইনকে তার কাজ করতে দেওয়া উচিত। তিনি বলেছেন, এখনও পর্যন্ত এগুলো অভিযোগ মাত্র। আমরা ন্যায়বিচার সম্পর্কে অবগত। আপনাকে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। আমি কোনও বিচারক নই। যা কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটাই আমাদের জানা। আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত ন্যায়বিচারই হবে।

স্যামির কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কি কোনও তদন্ত শুরু করেছে কি না, তখন তিনি তা নিশ্চিত করতে অস্বীকার করেন।

তিনি বলেন, সত্যি বলতে গেলে, আমি এই বিষয়ে কোনও উত্তর দিতে পারছি না। তবে আমি নিশ্চিত যে তারা সঠিক প্রক্রিয়া বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ