মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

সমুদ্রে নেমে ভেসে গেল চবির ৩ ছাত্র, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কেএম শাদনান সাবাব রহমান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে মারা যাওয়া শিক্ষার্থী সাবাব রহমান ঢাকার মিরপুর এলাকার কেএম আনিসুর রহমানের ছেলে। আর নিখোঁজ দুজন হলেন- বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে বেড়াতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের লাশ পাওয়া গেলেও এখনো দুজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ