বিশ্ববিখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ প্রথমবার অংশ নিয়েই রানার্সআপ হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা লিগার এই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ একে একে হারায় স্পেন, পাকিস্তান ও স্বাগতিক মালয়েশিয়াকে।
অপরাজিত থেকে ফাইনালে উঠলেও সেখানে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্বাসরুদ্ধকর ম্যাচের ৩৫তম মিনিটে গোল করে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
‘হ্যালো সুপারস্টারস’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কঠোর বাছাইয়ের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ।
হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায় ১০ জুলাই বাংলাদেশ দল মালয়েশিয়ায় পাড়ি জমায়। কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে তারা ভারত, পাকিস্তান, স্পেন এবং মালয়েশিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো রানার্সআপ হয়ে ইতিহাস রচনা করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লা-লিগার আয়োজক ড্যানিয়েল ওং বাংলাদেশ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।