রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি: নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০ প্রদর্শন করেছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি উত্তরার রূপায়ণ সিটি এলাকায় নিহতের বাসায় গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান।

এ সময় তিনি রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, মেয়ে ঝুমঝুম (পঞ্চম শ্রেণি) ও ছেলে রুহানসহ (ষষ্ঠ শ্রেণি) শোকে স্তব্ধ পরিবারটিকে সান্ত্বনা দেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত। দুর্ঘটনা ঘটলেই আমরা আলোচনা করি, কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এখনই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার’।

তিনি নিহত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘রজনীর মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আল্লাহ তার সন্তানদের এবং পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন’।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবলের পরিচালনা পরিষদ সদস্য রাশেদ উল হক সরকার, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিরুল ইসলাম টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাফিদ সরকার নৈতিক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ এবং যুব নেতা তানভীর আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ