বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

মার্কিন শুল্কে বিপর্যয়ের মুখে ভারতের চিংড়ি খাত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

ভারতের অন্যতম বৃহত্তম কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত প্রতিশোধমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করায় দেশের এই গুরুত্বপূর্ণ খাত বিপর্যয়ের মুখে পড়েছে। ভারতের সিফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

সিফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএন রাঘবন জানিয়েছেন, প্রায় দুই বিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি এখন বড় ধরনের বাধার সম্মুখীন। ২০২৪ সালে ভারত ২.৮ বিলিয়ন ডলারের চিংড়ি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল, অথচ চলতি বছরে এই পর্যন্ত রপ্তানির পরিমাণ ৫০ কোটি ডলারেই আটকে আছে।

রাঘবনের ভাষায়, ‘নতুন শুল্কের কারণে ভারতীয় সামুদ্রিক খাবার এখন চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ, এই দেশগুলোতে মার্কিন শুল্ক মাত্র ২০-৩০ শতাংশ।’

তিনি সতর্ক করেছেন যে, এই পরিস্থিতিতে এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের দাম কমিয়ে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের স্থান দখল করবে। অন্যদিকে ভারতীয় রপ্তানিকারকরা ইতোমধ্যে পাঠানো চালান ফের পাঠাতে পারবে না। কারণ, এতে চুক্তি ভঙ্গের অভিযোগে অতিরিক্ত ৪০ শতাংশ জরিমানা গুনতে হবে।

রাঘবনের মতে, এই সংকট কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো বিকল্প বাজার খোঁজা। ইতোমধ্যেই ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়িত হতে সময় লাগবে।

এদিকে সিফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে সস্তা ঋণ সুবিধা, কার্যকরী মূলধন ৩০ শতাংশ বৃদ্ধির ব্যবস্থা, সুদ ভর্তুকি এবং প্যাকেজিং-পূর্ব ও পরবর্তী প্রক্রিয়ার জন্য ঋণ পরিশোধের সময়সীমা ২৪০ দিনে বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় রাজ্যগুলোর লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস এই চিংড়ি রপ্তানি শিল্প। মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে শুধু অর্থনীতিই নয়, সামাজিক ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়তে পারে। সরকারের দ্রুত পদক্ষেপ ছাড়া এই খাতের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ