শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

রাভিনার সঙ্গে গোপন বাগদান ভেঙে শিল্পার দিকে হাঁটেন অক্ষয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

৯০–এর দশকে বলিউডে ঝড় তোলা জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো অনবদ্য দৃশ্য আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। রোম্যান্স, অ্যাকশন আর মিউজিক মিলিয়ে তাদের অনস্ক্রিন রসায়ন এক সময় ভক্তদের ভাবনায় রূপ নেয় বাস্তব প্রেমে।

‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’— এসব হিট ছবির বাইরে বাস্তব জীবনেও ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। এমনকি পরিবার-পরিজন উপস্থিত থেকে গোপন বাগদানও সম্পন্ন হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি।

১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাতকারে অক্ষয় নিজেই বলেন, ‘এটা শুধু একটা বাগদান ছিল, পরে ভেঙে যায়। তবে আমরা কখনও বিয়ে করিনি— এটা সবাইকে জানাতে চাই।’ তার কণ্ঠে তখন শোনা গিয়েছিল আত্মপক্ষ সমর্থনের সুর।

অন্যদিকে ১৯৯৯ সালে এক সাক্ষাতকারে রাভিনা জানান, অক্ষয় নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বাগদানের খবর প্রকাশ্যে এলে তার ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে—এই ভেবেই সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাভিনাকে প্রতারিত করেছিলেন অক্ষয়। যদিও শিল্পার সঙ্গে সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে ২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই সন্তান— আরভ ও নিতারা।

অক্ষয় বর্তমানে সুখী সংসার জীবন কাটালেও রাভিনা ট্যান্ডনও পিছিয়ে নেই। তিনি ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সংসার গড়েছেন। তাদের দুই সন্তান— রনবীর বর্ধন ও রাশা। এছাড়া ১৯৯৫ সালে দুই কন্যা পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ