বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ফের হেনস্তার শিকার উরফি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ফাঁস করে দেওয়া হবে নেটপ্রভাবী তথা বলিউড অভিনেত্রী উরফি জাভেদের ‘অশালীন’ ছবি। এমনই হুমকি পাচ্ছেন অভিনেত্রী। ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বারবার খবরের শিরোনামে উঠে আসেন। আবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। কিন্তু হঠাৎ হুমকি কেন উরফিকে? সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই হুমকির জবাব দিয়েছেন অভিনেত্রী।

উরফি এর আগেও বিভিন্ন সময়ে চাচাঁছোলা জবাব দিয়েছেন। হেনস্তার জবাবে নারীদের কী করা উচিত, তা নিয়েও বারবার সরব হয়েছেন অভিনেত্রী। এর আগে ১৫ বছরের এক কিশোরের কাছে হেনস্তা হওয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন নেটপ্রভাবী।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে উরফি জাভেদ লিখেছিলেন—গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সবার সামনে আমাকে প্রশ্ন করে— ‘কতজনের সঙ্গে সহবাস করেছ?’ তিনি বলেন, ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে সেই ছেলেটি এমন প্রশ্ন করে বসে।

আবারও হেনস্তার শিকার উরফি জাভেদ। এবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, এক ব্যক্তি নাকি তার ছবিকে বিকৃত করে সেগুলো ফাঁস করে দিতে চাইছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি শেয়ার করে নিয়ে উরফি লিখেছেন, এই লোকটি আমাকে হেনস্তা করছে। হুমকি দিচ্ছে— আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে।

প্রযুক্তির এমন ব্যবহার দেখে অবাক উরফি জাভেদ। অভিনেত্রী বলেন, আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে। তিনি বলেন, আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ করব। অন্য নারীদেরও বলছি— আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনো সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ