বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

অপরাধী হয়ে ভিকটিম সাজছে ইসরাইল: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ইসরাইল নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছে।

বৃহস্পতিবারের বৈঠকে আসিম ইফতিখার বলেন, একজন দখলদার, আক্রমণকারী এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ইসরাইল এই পরিষদকে অপব্যবহার করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও হাস্যকর।

তিনি আরও বলেন, ইসরাইল এমন এক দখলদার, যে কারও কথা শোনে না—এমনকি নিজের বন্ধুদেরও না। আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম, মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর পরামর্শও সে অগ্রাহ্য করে বরং তাদের হুমকি দেয়, জাতিসংঘকেও হুমকি দেয়।

পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করেন, ইসরাইল বারবার আন্তর্জাতিক আইন ভেঙে পার পেয়ে যাচ্ছে কারণ কিছু দেশ ও পক্ষ তাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, সব দখলদারের মতো ইসরাইলও আগ্রাসন চালিয়েও ভিকটিম সাজার চেষ্টা করছে।

ইসরাইলের জাতিসংঘে রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বক্তব্যের জবাবে আসিম ইফতিখার এ মন্তব্য করেন। ড্যানন দোহায় ইসরাইলের হামলাকে পাকিস্তানে ২০১১ সালে মার্কিন নেভি সিলের অভিযানে ওসামা বিন লাদেন হত্যার সঙ্গে তুলনা করেছিলেন।

ড্যানন বলেন, যখন পাকিস্তানে বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, তখন প্রশ্ন ওঠেনি—কেন বিদেশি মাটিতে একজন সন্ত্রাসীকে টার্গেট করা হলো।

উল্লেখ্য, মঙ্গলবার দোহায় ইসরাইলের হামলায় হামাস নেতাদের টার্গেট করার দাবি করা হলেও এতে সাধারণ নাগরিকও নিহত হন। এই হামলার পর নিরাপত্তা পরিষদ কাতারের সার্বভৌমত্ব সমর্থন করে একটি বিবৃতি দেয় এবং হামলার নিন্দা জানায়।

সূত্র: আল-আরাবিয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ