রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

হানিয়া আমিরের পর ঢাকায় আসবেন দুই পাকিস্তানি গায়ক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।

হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন আরও দুই পাকিস্তানি গায়ক। অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস।

হানিয়া আমিরকে সানসিল্ক নিয়ে এলেও এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে এই দুজনের সঙ্গে আরেক পাকিস্তানি গায়ক রহিমেরও আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকে তাদের বন্ধুত্ব।

স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র্যাপের প্রচলন ঘটান তারা।

২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান তারা। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ