বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

রাফসানের সঙ্গে ঘুরে ‘ব্রেকআপ ঝালমুড়ি’ খেলেন হানিয়া!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী।

‘সরদারজি-৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া আমির খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এ জনপ্রিয় অভিনেত্রী সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন।

তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, ঠিক তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এ অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

এরই মধ্যে ঢাকায় কাটানো এই অভিনেত্রীর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া।

সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা।

 বাংলাদেশি এ কনটেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে ইফতেখার রাফসান লিখেছেন— ‘হানিয়া কেনো ব্রেকআপ ঝালমুড়ি খেল?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ