বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী।  রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।

আল জাজিরা বলছে, উদ্ধারকারী এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয়স্বজনের আর্তনাদ।

এক স্বজন আকুতি জানিয়ে বলেছেন, ‘আমরা বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারী যতবারই চেষ্টা করি ততবারই আমাদের লক্ষ্য করে ইসরাইলি ড্রোন গুলি ছোড়ে। পাঁচজন এগোলে চারজন নিহত হন, একজন কোনো রকমে বেঁচে যান।’

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা এবং নাসর জেলায় ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরও একটি হামলায় অন্তত সাতজন নিহত হন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায়  অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৪৭ শিশু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ