মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

কত রুপি সম্পত্তি রেখে গেলেন জুবিন গার্গ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমেই প্রাণ হারান এ সংগীতশিল্পী।

গত রোববার তার মরদেহ পৌঁছায় ভারতের গুয়াহাটিতে। সেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্ত্রীকে মরদেহ আঁকড়ে ধরে কাঁদতে দেখা যায়।

জুবিন গার্গের জীবনযাপনে ছিল সরলতা। বড় শহরের হইচই থেকে দূরে থাকতে পছন্দ করতেন। নিজের রাজ্যে শান্তিতে থাকতে ভালোবাসতেন জুবিন। বাড়ি ও স্টুডিও সাজিয়েছিলেন আসামের হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস আর হাতে আঁকা ছবিতে।

সাধারণ মনে প্রশ্ন— জুবিন গার্গ মৃত্যুর পর কত সম্পদ রেখে গেলেন। গাড়ি ও বাইকের প্রতি ছিল তার আলাদা বিশেষ দুর্বলতা। বাড়ির গ্যারেজের দিতে তাকালে তেমনটি বোঝা যায়। তার গ্যারেজে ছিল মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভারসহ একাধিক বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক।

২০০০ সালে নিজ এলাকা থেকেই সংগীতশিল্পী জুবিন গার্গ পরিচিতি পান। সিনেমার গান, স্টেজ শো আর বিজ্ঞাপনের পারিশ্রমিক মিলিয়ে ২০২৪ সালের এক প্রতিবেদনে উঠে আসে তার মোট সম্পদের পরিমাণ, ৭০ কোটি রুপি। যদিও মাসিক আয়ের সঠিক হিসাব কখনো প্রকাশ না হলেও এ অর্থের পেছনে অন্ধ দৌড়ের মানুষ ছিলেন না তিনি। বড় কোনো প্রজেক্ট পেলে তবেই শতভাগ মনোযোগ দিতেন জুবিন গার্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ