টালিউডের জনপ্রিয় পরিচালক ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জির আজ জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনে তিনি পৃথিবীর আলোবাতাস দেখেন। তার এই বিশেষ দিনে বিশেষভাবে স্মরণ করেছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী।
পরিচালক সৃজিত মুখার্জি ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা কলকাতার ভবানীপুরে। তিনি কলকাতার দোলনা ডে স্কুল থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও পিএইচডি সম্পন্ন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু মনের টানে চলে আসেন বিনোদন জগতে। জড়িয়ে পড়েন থিয়েটারে এবং শেষে সিনেমা নির্মাণের মাধ্যমে তার জীবন এগিয়ে নিয়ে যান।
২০১০ সালে তার প্রথম সিনেমা ‘অটোগ্রাফ’ মুক্তি পায়। সেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর একের পর এক সিনেমা নির্মাণ করে তিনি দর্শক ও সমালোচকদের মন জয় করে নেন। সেই ধারাবাহিকতায় পরিচালক ২০১১ সালে ‘বাইশে শ্রাবণ’, ২০১২ সালে ‘হেমলক সোসাইটি’, ২০১৩ সালে ‘মিশর রহস্য’, ২০১৪ সালে ‘জাতিস্মর’ ও ‘চতুষ্কোণ’ ২০১৫ সালে ‘নির্বাক’ এবং ‘রাজকাহিনী’ সিনেমা নির্মাণ করেন।
২০১৪ সালে ‘জাতিস্মর’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চার বিভাগে পুরস্কার অর্জন করে। এর পরের বছর ‘চতুষ্কোণ’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার হিসেবে স্বীকৃতি পান।
বর্তমানে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘পদাতিক’ দর্শকদের আগ্রহ তুঙ্গে। এ সিনেমায় কাজ করেছেন বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যার চোখে এ কাজটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
পরিচালকের এই বিশেষ দিনে সামাজিক মাধ্যমে সৃজিতের সঙ্গে দুটি ছবি শেয়ার করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। সেখানে চঞ্চল চৌধুরী লিখেছেন— শুভ জন্মদিন সৃজিত দা…, আপনার জন্মদিনে আজ কলকাতায় এত বৃষ্টি কেন, সেটিও বুঝলাম না। তিনি বলেন, ‘পদাতিক’ আমার জীবনের একটি অতিপ্রিয় এবং স্মরণীয় কাজ হয়ে থাকবে।
অভিনেতা বলেন, ভদ্রলোকের সঙ্গে এত বড় একটা সিনেমায় কাজ করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার— তার সঙ্গে তেমন কোনো আলাদা ছবিও নেই আমার! অনেক খোঁজাখুঁজির পর কিছু গ্রুপ ছবি থেকে কেটে নিজেদের দুজনের দুটো ছবি আলাদা করে বের করলাম। এই গ্রুপ ছবি থেকে যারা কাটা পড়েছেন, অনুগ্রহ করে তারা কিছু মনে করবেন না। কারণ… আজ জন্মদিনটা সৃজিত মুখার্জির!