মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

নাটকীয় লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১ রানে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

শেষ কয়েক বছরে শ্রীলঙ্কা-বাংলাদেশের লড়াইটা যেন বাড়তি উত্তাপই ছড়ায়। এশিয়া কাপের দুই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের লড়াইয়ে হারলেও সুপার ফোরে রুদ্ধশ্বাস ম্যাচে লঙ্কানদের হারিয়েছিলেন লিটন দাসরা। এবার তাদের পথ ধরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সে ম্যাচটাও রোমাঞ্চ কম ছড়ায়নি। নাটকীয় এক ম্যাচ শেষে বাংলাদেশ পেয়েছে ১ রানের জয়।

নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের ভাগে। প্রথমটা বৃষ্টিতে ভেসে গেলে সবেধন নীলমণি শ্রীলঙ্কা ম্যাচটাই ছিল বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন করার একমাত্র উপায়।

সে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ওপেনার ফারজানা হক বিদায় নেন ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে দল পায় ৯০ রানের জুটি। রুবিয়া হায়দারের সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ শারমিন আক্তার। ওপেনার রুবিয়া করেন ৫২ বলে ৩৩ রান। তবে শারমিন ১০১ বল খেলে করেন ৭১ রান। তার এই ইনিংসই বড় রানের পথ দেখায় দলকে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৩০ বলে ২০ রান। এরপর সুমাইয়া আক্তার খেলেন ৪২ বলে ৩৮ রানের এক ইনিংস। শেষ দিকে ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ২৬ রান করে। ৫০ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট খুইয়ে তোলে ২৪২ রান।

জবাব দিতে নেমে লঙ্কানরা পড়ে যায় বিপাকে। ৮৬ রান তুলতেই নেই হয়ে যায় ৪ উইকেট। সবচেয়ে বড় শঙ্কা ছিল যাকে নিয়ে, সেই চামারি আতাপাত্তুকে এক অঙ্কে থাকতেই বোল্ড করেন মারুফা আক্তার। ফাহিমা খাতুন ফেরান হাসিনি পেরেরা আর ভিষ্মি গুনারত্নেকে। হারশিতা সামারাবিক্রমাকে ফেরান রাবেয়া খান।

তবে পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কানরা। ৯৮ রানের জুটি গড়েন কাভিশা দিলহারি আর নীলাকশিখা সিলভা। তবে তাদের এই জুটি ভাঙে নিশীতা আক্তার নিশির বলে কাভিশা হিট আউট হলে।

তবে ৭৫ রানের ইনিংসে লঙ্কানদের জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন নীলাকশিখা। কাভিশার বিদায়ের পর সঙ্গী হিসেবে পেয়েছিলেন পিউমি ওয়াথসালাকে, ১৭ রান করে তিনি ফেরেন নাহিদা আক্তারের শিকার হয়ে। এরপর নীলাকশিখাও ফেরেন ৪৯তম ওভারে নাহিদা আক্তারের বলে। শেষ দুই উইকেটে লঙ্কানদের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল ৮ বল। তবে লঙ্কানরা তুলতে পেরেছে মোটে ৯ রান।

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। সে ওভারেই শেষ দুই উইকেট হারায় দলটা, ২৪১ রানে শেষ হয় তাদের ইনিংস। বাংলাদেশের হাতে ধরা দেয় ১ রানের রুদ্ধশ্বাস এক জয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ