বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে জাতীয় সদর দপ্তরের শামস হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়, তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের নির্দেশে বাংলাদেশ স্কাউটসের সংস্কার প্রক্রিয়া পরিচালনার জন্য গত বছরের ৩০ অক্টোবর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বর্তমানে এই কমিটি যেসব গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছে তা বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে দেশের সব উপজেলা, জেলা ও অঞ্চলের কমিটি গঠন, বাংলাদেশ স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল সভা আয়োজন, শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২০ সালের পর থেকে হালনাগাদকরণ, নতুন লিডার তৈরির জন্য অসংখ্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন সাধন, সপ্তম জাতীয় কমডেকা বাস্তবায়ন, হজ ক্যাম্পে সহায়তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সাহায়তা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের ভাবমূর্তি সংরক্ষণ ও উন্নয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্য ১০ (দশ) কোটি টাকা বাংলাদেশ স্কাউটসের অনুকূলে পৃথক কোডে অন্তর্ভুক্তকরণ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন, আইসিটি জাম্বুরি বাস্তবায়ন, ফ্রিল্যান্সি কোর্স বাস্তবায়ন, জনসংযোগ, ব্র্যান্ডিং ও মার্কেটিং কাজে অধিকতর উন্নয়ন, নিয়মিত অগ্রদূত পত্রিকা প্রকাশ, বিটিভিতে অগ্রদূত অনুষ্ঠান প্রচার, জোটাজোটি বাস্তবায়ন, মেধাবী স্কাউট সম্মাননা প্রদান, মেম্বারশিপ রেজিস্ট্রেশন কার্যক্রম উন্নতকরণ, গার্ল-ইন-স্কাউট সংখ্যা বৃদ্ধি করা, ফাউন্ডেশন সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, পূর্বে যারা বাংলাদেশ স্কাউটস পরিচালনা করেছেন তাদের দুর্নীতি ছিল কিনা এখনই বলতে পারছি না, তবে আমরা ২০০৯ সাল থেকে ফাইল দেখা শুরু করেছি; যা এখনো শেষ হয়নি। শেষ করলে আমরা বলতে পারব বিষয়টা কতটুকু দুর্নীতি বা ভালো ছিল। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক, সদস্য মো. আসিফ-উল-হক সদস্য, মাহেনুর জাহান ও মু. তৌহিদুল ইসলামসহ প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, ইউনিট লিডার।