শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

‘হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী ভাইয়েরা সরকার পতনের আগেও শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরব ছিলেন। তারা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের নানা শহরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তুলে ধরেছেন গণতন্ত্রকামী জনতার দুঃখকথা।

বুধবার (১ অক্টোবর) কানাডার টরেন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর যখন ভারত প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়াল, ঠিক সেই সময়ে প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বে হাসিনাবিরোধী জোরালো জনমত সৃষ্টি করতে সক্ষম হন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র আরও উন্মোচিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের আবহে আছে। গ্রামে-গঞ্জে সব জায়গায় নির্বাচনের আমেজ বিরাজ করছে। জনগণ ভোটমুখী, অনেকেই মাঠে নেমে জনসংযোগ শুরু করেছেন। এই অবস্থায় যদি কোনো পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিংবা নির্বাচনের পথে বাধা দেওয়ার চেষ্টা করে, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

দুলু বলেন, এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান। তিনি দেশের তরুণ সমাজ থেকে শুরু করে আপামর জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। ১৭ বছরের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় আছে। যে বাংলাদেশ নানা সংকটে পিছিয়ে পড়েছে, সেটিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নেই। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের এই ধারা অব্যাহত রেখে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আর সেই ভোটের মাধ্যমে গণতন্ত্রের জয় হবেই।

প্রবাসী বিএনপি নেতা সুমন জাফরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ