শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা, আমার কাছ থেকেই ভারতকে ট্রফি নিতে হবে’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে তিন দিন হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নকভির কাছ থেকে এখনও চ্যাম্পিয়ন দল ভারত ট্রফি বুঝে নেয়নি। এনিয়ে তোলপার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানে।

আসলে এখানে মহসিন নকভির তেমন কোনো দোষ নেই। তিনি চ্যাম্পিয়ন দল ভারতকে ট্রফি দেওয়ার জন্যই ফাইনালে পুরস্কার মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। সূর্যকুমারের নেতৃত্বাধীন দল, সাফ জানিয়েছে দেয় কোনো পাকিস্তানির হাত থেকে তারা ট্রফি নিবে না।

টুর্নামেন্টের নিয়মানুসারে এসিসি সভাপতি মহসিন নকভিরই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা নিয়ম অমাণ্য করে একজন বয়োবৃদ্ধ মানুষকে দীর্ঘ সময় পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে থাকারও পরও তার কাছ থেকে ট্রফি না নিয়ে অসম্মান করে। ভারতীয়রা ট্রফি না নেওয়ায় এসিসি সভাপতি হিসেবে তিনি ট্রফি নিজ দায়িত্বে রেখেদেন এবং ভারতীয়দের জানিয়ে দেন, আমি তোমাদের ট্রফি দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমরা আমার কাছ থেকে ট্রফি নিয়ে যোয়ো।

অথচ ভারতীয়রা দাবি করছে মহসিন নকভি ট্রফি নিয়ে চলে গেছেন। তিনি যদি ট্রফি নিয়ে চলেই যেতেন তাহলে পুরস্কার মঞ্চে আসতেন না। পুস্কার মঞ্চে এসে ট্রফি দেওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে। তারা বলছে মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেশের সাথে আমাদের রাজনৈতিক বৈরিতা রয়েছে।

হ্যাঁ-মহসিন নকভি পাকিস্তানের পরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে। তিনি তো আর পরাষ্ট্রমন্ত্রী হিসেবে এসিসির পুরস্কার মঞ্চে দাওয়াত পাননি; পাওয়ারও কথা নয়। তিনি এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে। সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়া তারই দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালনের জন্যই আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনালে উপস্থিত হয়েছেন।

বুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর রটে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। কিন্তু ফেসবুক ও এক্স হ্যান্ডলে মহসিন নকভি লেখেন, ‘ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।’

তিনি আরও লেখেন, ‘এই বানানো ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।’

নকভি লেখেন, ‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই।

তিনি লেখেন, ‘যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ