শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

শান্ত হোন, ঘুমান অথবা নিজেদের সমস্যাগুলো মেটান— ইইউ নেতাদের উদ্দেশে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

ন্যাটোতে রাশিয়া হামলা চালাতে পারে—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বারবার এমন ‘অর্থহীন মন্ত্র’ জপ করছেন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি পরামর্শ দিয়েছেন, এসব আশঙ্কা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় মনোযোগী হওয়া উচিত।

বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় ভাষণ দিতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অকল্পনীয় ধারণা। ইউরোপীয় নেতারা যদি সত্যিই মনে করেন রাশিয়া ন্যাটো আক্রমণ করবে, তাহলে তারা হয় অযোগ্য, নতুবা নিজেরা বিশ্বাস না করেও জনগণকে ভিন্ন কিছু বোঝানোর কারণে অসৎ।’

ইইউ দেশগুলোর আর্থিক ও সামাজিক অস্থিরতার প্রসঙ্গ টেনে পুতিন যোগ করেন, ‘সত্যি বলতে, আমি শুধু এটুকুই বলব—আপনারা শান্ত হোন, ভালোভাবে ঘুমান, কিংবা নিজেদের সমস্যাগুলো সমাধান করুন।’

ইউরোপের কয়েকটি দেশ—বিশেষত পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো—দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হলে তারা সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোতেও হামলা চালাতে পারে।

তবে রুশ কর্মকর্তাদের মতে, এসব দেশ ইচ্ছাকৃতভাবে ‘রাশিয়ার আগ্রাসনের জুজু’ দেখাচ্ছে, যাতে নিজেদের সামরিকীকরণকে যৌক্তিক করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ