বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

মাঠে ফিরছেন রোহিত-কোহলি, অনিশ্চিত বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। হয়ত এটিই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।

সফর শুরুর আগে বড় পরিবর্তন ঘটেছে ভারত দলে। রোহিতকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে শুবমান গিলকে নেতৃত্বে আনা হয়েছে। ভারতের একাধিক মিডিয়া দাবি করছে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি আর নেই। তবে অস্ট্রেলিয়া সফরে দুজনই থাকতে পারে ভারত দলে।

ইংল্যান্ড সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার মনে করেন, রোহিত এবং কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, শুবমানের নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত কেমন পারফর্ম করেন, তা দেখাও আগ্রহের বিষয় হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার টিকিট। বাকি আছে মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের সব টিকিট ইতিমধ্যেই শেষ, পার্থেও অবশিষ্ট সামান্য কিছু টিকিট।

বিশ্বকাপের পরিকল্পনায় যেহেতু রোহিত ও কোহলি থাকার সম্ভাবনা কম। তাই এই অস্ট্রেলিয়া সফরই হয়তো হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। বিষয়টি এখনও গুঞ্জন বা কথার কথা। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত রোহিত-কোহলি বা ভারতের ক্রিকেট বোর্ড— কেউই নেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ