পাকিস্তানি টিকটকার ফাতিমা খানের যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির খ্যাতনামা ইউটিউবার রজব বাট। পাশাপাশি তিনি ওই টিকটকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত এক পডকাস্ট ট্রেলারে রজব বাট তার বিরুদ্ধে উঠা একাধিক বিতর্ক নিয়ে কথা বলেন। ফাতিমা খানের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, আমি তাকে কোনো উপহার দিইনি—এক টাকাও নয়। যদি দিয়ে থাকি, তিনি যেন প্রমাণ দেখান।
তিনি আরও দাবি করেন, তার সঙ্গে ফাতিমা খানের কোনো ব্যক্তিগত বা যৌন সম্পর্ক ছিল না এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
রজব বাট ফাতিমা খানের মানসিক অবস্থা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
পডকাস্টে রজব বাট অতীতের ধর্মীয় অবমাননার অভিযোগ সম্পর্কেও কথা বলেন। তিনি অভিযোগগুলোকে অপপ্রচার বলে উল্লেখ করেন।
তিনি জানান, এসব বিতর্কের পর তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে সফর করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে শিগগিরই পাকিস্তানে ফিরে যেতে চান বলেও জানান তিনি।
গ্যাম্বলিং (জুয়া) অ্যাপের প্রচার সংক্রান্ত সমালোচনার বিষয়ে রজব বাট স্বীকার করেন যে, তিনি কিছু ভিডিওতে এমন অ্যাপের বিজ্ঞাপন দিয়েছেন। তবে তার দাবি, অনেক কনটেন্ট ক্রিয়েটরই একই কাজ করছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, তার স্ত্রী ইমান বাট বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং অভিযোগগুলো নিয়ে তিনি ক্ষুব্ধ নন। রজব বাটের ভাষায়, ‘আমার স্ত্রী জানেন, এসব অভিযোগ মিথ্যা।’
রজব বাট ইঙ্গিত দেন যে, ফাতিমা খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।