শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া।

৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া।

সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।

মেকআপে ছিল ন্যাচারাল টোন, চুল খোলা- সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক শান্ত, চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি।

সেলেনা ও বেনির ঘরোয়া বিয়ে

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে হয় সেপ্টেম্বরের শেষ দিকে, একান্ত পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফটসহ একাধিক তারকা, এবং সেলেনার সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। হলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসা, যা নিয়ে গুঞ্জনও কম হয়নি।

ফ্রানসিয়া রাইসার প্রতিক্রিয়া

সম্প্রতি এক স্প্যানিশ সাক্ষাৎকারে ফ্রানসিয়া রাইসা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি জানি সেলেনা বিয়ে করেছে, আর আমি সত্যিই ওর জন্য খুশি।

২০১৭ সালে সেলেনাকে কিডনি দান করার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি সেটা করেছি সহানুভূতি থেকে, কোনো শর্তে নয়। শুরু থেকেই চিকিৎসকেরা বলেছিলেন, এটা কেবল একটি দান—এর বেশি কিছু নয়।

জীবন বাঁচানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য, জানিয়ে ফ্রানসিয়া আরও বলেন, আমাদের সম্পর্ক বন্ধুত্বের—তার মানে এই নয় যে আমরা সবসময় একসঙ্গে থাকতে হব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ