শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

নিজের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে শিবাজি পার্কে অনুশীলনে ব্যস্ত সময় কাটালেন রোহিত শর্মা। প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে এই অনুশীলন সেশনে নিজের জন্যই বিপত্তি ডেকে এনেছেন তিনি। ভেঙে ফেলেছেন নিজের সাধের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনেক ভক্ত মাঠে উপস্থিত ছিলেন রোহিতকে দেখতে। কেউ কেউ আবার তার ব্যাটিংয়ের মুহূর্তগুলো ধারণ করে পোস্টও করেছেন অনলাইনে।

‘অল হার্ট ক্রিকেট একাডেমি’তে অনুষ্ঠিত এই অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের তরুণ কিছু বোলার। এ সময় দুটি আলাদা ব্যাটিং নেটে অনুশীলন করেছেন রোহিত।

অনুশীলনের সময় রোহিতের পরিচিত শটগুলো দেখা গেছে—পুল, কাট, ইনসাইড-আউট ড্রাইভ—সবই আগের মতো নিখুঁত টাইমিংয়ে খেলেছেন তিনি। পেস বোলিংয়ের বিপরীতে শক্ত হাতে খেলেছেন কয়েকটি চোখ ধাঁধানো শট। এরপর কিছু সময় ব্যয় করেছেন স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাট করতে। সেখানে মনোযোগ দিয়েছেন সুইপ ও স্লগ সুইপ শটে।

এ সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়, রোহিত নাকি অনুশীলনের সময় ভুল করে নিজের ল্যাম্বরগিনি গাড়িতে বল মেরেছেন। বিষয়টি জানিয়েছেন ভিডিও ধারণ করা ভক্ত। তিনি বলেছেন, ‘আরে রোহিত এটা কী করলেন! নিজেই নিজের ল্যাম্বরগিনিটা ভেঙে ফেললেন!’

চলতি বছরের মাঝামাঝিতে রোহিত তার সংগ্রহে যোগ করেন এই দামী লাল ল্যাম্বরগিনিটি। যার দাম ছিল ৬ কোটি ২৭ লাখ টাকা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, এমন দামের গাড়ি আর কখনোই ব্যবহার করেননি রোহিত।

৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেই ম্যাচে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জেতে, এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।

ওয়ানডে দলের অধিনায়কত্ব এখন শুভমন গিলের হাতে। তবে রোহিত আবার ফিরছেন ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। মুম্বাইয়ে সেই সিরিজের প্রস্তুতি নিতে গিয়েই বিপত্তিটা বাধালেন রোহিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ