ভারত সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরের শুরুতে আহমেদাবাদে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা।
আহমেদাবাদের মতো দিল্লি টেস্টেও উইন্ডিজের বেহাল দশা।
দিল্লি টেস্টে স্বাগতিক দলের তিন তরুণ জসবি জয়সওয়াল (১৭৫), শুভমান গিল (১২৯*) ও সাই সুদর্শনের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ২৪৮ রানেই অলআউট হয় উইন্ডিজ। প্রথম ইনিংসের ২৭০ রানে পিছিয়ে থাকায় আহমেদাবাদ টেস্টের মতো দিল্লি টেস্টেও ফলোঅনের লজ্জায় পড়েছে ক্যারিবীয়রা।
ফলোঅন এড়াতে নেমে ৩৫ রানে উইন্ডিজ হারায় ২ উইকেট। এরপর দলের হাল ধরেন ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপ। তাদের কল্যাণে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান। ফলোঅন এড়াতে হলে এখনও ৯৭ রান করতে হবে। ৮৭ ও ৬৬ রানে অপরাজিত আছেন ওপেনার ক্যাম্পবেল ও শাই হোপ।
ভারত সফরে উইন্ডিজের এমন বাজে অবস্থা দেখে হতাশ ক্যারিবীয় কিংবদিন্ত ব্রায়ান লারা। তিনি উইন্ডিজের ক্রিকেটারদের ওপর চড়াও না হওয়ার জন্য ভারতীয়দের প্রতি ‘অনুরোধ’ করেছেন।
শনিবার দিনের খেলা শেষে বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে লারার সঙ্গে দেখা হয় ভারতীয় তরুণ ওপেনার জসবি জয়সওয়ালের। তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান লারা। পরে হাসি মুখে বলেন, ‘আমাদের বোলারদের এত বাজেভাবে মেরো না।’
তখন হাসতে হাসতে জয়সওয়াল বলেন, ‘না, এমন কিছু নয়। আমি স্রেফ (ভালো খেলার) চেষ্টা করছি।’