শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

শাহরুখকে দেখতেই মানুষের ঢল, যা করলেন বাদশা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।  সেখান থেকে বেরোতেই শাহরুখের ওপর ঝাঁপিয়ে পড়ে জনতার ঢল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও ছিল শাহরুখের কাঁধে। সঙ্গে ছিলেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর।

সেই অনুষ্ঠান থেকে বেরোনোর পর উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বাদশাহকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য সারি সারি দর্শক এগিয়ে আসতে থাকেন তার দিকে। তবে শাহরুখ ধৈর্য হারাননি। রেগেও যাননি। সহস্র মানুষের ঢলের দিকে হাত তুলে সাড়া দিয়েছেন কিং খান।

সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা আরও একবার মুগ্ধ হন শাহরুখকে দেখে। এক অনুরাগী লিখেছেন, একেই বলে তারকা। গত জন্মে অনেক পুণ্য করেছেন শাহরুখ। তাই এই জন্মে এমন খ্যাতি তার।

আরেক অনুরাগী লিখেছেন, ওর মতো সুন্দর কথা বলতে আর কেউ পারেন না। কী অসাধারণ ব্যক্তিত্ব। উনি ঠিকই বলেছিলেন, ওর পর আর কোনো মহাতারকা তৈরি হবে না। বলিউডে এখনো একজনই মহাতারকা, তিনি হলেন শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের দরকার পড়ে না।

উল্লেখ্য, বলিউড বাদশাহ শাহরুখ খান এ মুহূর্তে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি পুত্র আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’-এর সাফল্য নিয়েও মেতে আছেন তিনি। এই সিরিজে রয়েছে তিনিও অতিথি চরিত্রে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ