শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

নিজেরা হেরে বাংলাদেশের স্বপ্নও ভেঙে দিল ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। মঙ্গলবার ভারতের মাটিতে সিঙ্গাপুরের ২-১ ব্যবধানে জয়ে বিষয়টি নিশ্চিত হয়।

দিনের শুরুতে হংকংয়ে নিজেদের ম্যাচে লাল–সবুজের দল ভালো খেলেছিল। তারা স্বাগতিক হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেই ফলের পরও বাংলাদেশের সামনে ক্ষীণ আশা ছিল। কিন্তু ভারতের হারের ফলে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল।

গ্রুপ ‘সি’–এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট এখন সমান আট। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট দুই। প্রতিটি দলের হাতে এখনো দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। কারণ সর্বোচ্চ আট পয়েন্ট পেলেও হংকং বা সিঙ্গাপুরের কারো পয়েন্ট ৯ হবেই।

গ্রুপের পরবর্তী ম্যাচে আগামী ১৮ নভেম্বর হংকংয়ে মুখোমুখি হবে হংকং ও সিঙ্গাপুর। শুধুমাত্র গ্রুপের শীর্ষ দলই এএফসি এশিয়ান কাপের মূলপর্বে উঠবে, তাই ওই ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরবর্তী ধাপে।

বাংলাদেশ এই আসরে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এরপর নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ও হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারে। সর্বশেষ মঙ্গলবার আবার হংকংয়ে গিয়ে ১-১ ড্র করে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর সিঙ্গাপুরের কাছে ভারতের হার বাংলাদেশকে ছিটকে দেয় এশিয়া কাপের কক্ষপথ থেকে। ফলে বাকি দুই ম্যাচ এখন হয়ে গেছে নিয়ম রক্ষার ম্যাচ।

পরের মাসে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেই ম্যাচে লক্ষ্য থাকবে অন্তত প্রথম জয়ের দেখা পাওয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ