শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

রাজনীতি ছেড়ে ফের সিনেমায় মন দিতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

বলিউডের জনপ্রিয় ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেই ‘জয়’ পেয়েছিলেন। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না তিনি। এর আগে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। আবার একবার সেই একই ইঙ্গিত দিলেন তিনি।

সম্প্রতি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে বলেন, আমি কখনই আমার চলচ্চিত্রদুনিয়া ছেড়ে মন্ত্রী হতে চাইনি।

যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন কঙ্গনা। তিনি বলেন, রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি সময়টা ব্যয় করেন, তাদের নিয়ে আবার মশকরা করা হয়।

অন্য পেশায় থাকতে থাকতে যারা রাজনীতিতে আসেন, তাদের পরিস্থিতি মানুষের বোঝা উচিত বলে মনে করেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

উল্লেখ্য, কঙ্গনা বর্তমানে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য। তবে ‘ইমার্জেন্সি’ সিনেমার পর তিনি আর কোনো কাজ করেননি। জানা গেছে, এবার নাকি তিনি হলিউডে পাড়ি দিচ্ছেন। কয়েক মাস আগে রাজনীতি নিয়ে কঙ্গনা দাবি করেছিলেন, সৎপথে রাজনীতি করে যা উপার্জন হয়, তা দিয়ে জীবনযাপন করা কঠিন। তাই দরকার একটি চাকরি। অভিনয় থেকে রাজনীতির জগতে এসেছেন কঙ্গনা। তিনি বলেন, আমি একটা বিষয় বুঝেছি। একজন সংসদ সদস্যকে যে বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি কিংবা গাড়ির চালককে বেতন দেওয়ার পর থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ