শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

নাঈম শেখদের হেনস্তা করল কারা, খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

সংযুক্ত আরব আমিরাত থেকে সিরিজ খেলে দেশে ফেরার পর অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। নাঈম শেখসহ একাধিক ক্রিকেটারকে হেনস্তার শিকার হয়েছিলেন। তাদের সঙ্গে এমন আচরণ কারা করেছিলেন, সেটা খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ম্যাচে আসতে চাওয়া দর্শকদেরও বাধা দেওয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে সেই ব্যক্তিকেও।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফর্ম্যান্সের গ্রাফ পড়তির দিকে। সবশেষ আফগানিস্তান সিরিজেও দলটা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যার পর দেশে ফিরতে গিয়ে নাঈম শেখসহ ক্রিকেটাররা দুয়ো শোনেন। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নাঈমের গাড়ির কাছে গিয়ে একদল লোক ভুয়া ভুয়া বলছেন। তাসকিন আহমেদও একই পরিস্থিতিতে পড়েছেন। এমনকি তাদেরকে নিয়ে গালিগালাজও করা হয়েছে।

বিষয়টি বিসিবি তো বটেই, সরকারও গুরুত্ব দিয়ে দেখছে। তার ফলেই দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে। এদিকে বিসিবির এক অংশের ধারণা, এইসব ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধনও থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি খতিয়ে দেখারও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ