শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সেখানে একেবারে ভিন্নরূপে নিজেকে উজাড় করে দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের এই তারকা। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে।

রাজনীতির ঝড়, বিতর্ক সবকিছু সত্ত্বেও সাকিব এখনো নিজের মতেই খেলে চলেছেন। সম্প্রতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ওঠে প্রতিবাদের ঝড়। এ বিষয়ে সাকিব বলেন, মানুষের নিজের মতামত থাকতে পারে, আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নিরপেক্ষ ছিলেন, তাতেই মূলত সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেছেন তিনি ভীতু, কেউ আখ্যা দেন জনগণের শত্রু বলে। কানাডায় খেলার সময়ও কিছু দর্শক তাকে গালিগালাজ করে, যা পরে ভাইরাল হয়।

এ বিষয়ে ক্রিকবাজকে সাকিব বলেন, আমার মনে হয় জুলাইয়ের সময়টায় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ওই পরিস্থিতিতে ছিলাম না তা করার জন্য। দেশ থেকে এত দূরে থাকায় দেশের পরিস্থিতি সম্পর্কেও পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব ছিল না।

তিনি বলেন, ওই একটামাত্র সময়েই তারা আমার বিরোধীতা করে, আমিও তাদের দৃষ্টিকোণ হিসেব করলে বুঝি বিষয়টা, সম্মানও করি তাদের রাগকে। কিন্তু আমার অনুশোচনা নেই তা নিয়ে। আমার মনে হয় মানুষও আমার সিচুয়েশন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে।

এখনো কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি জানিয়ে সাকিব বলেন, আমি কোনো ফরম্যাট থেকেই অবসর নিইনি। সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে আবার খেলতে চাই। বিদায়টা হোক ঢাকার মাঠে, আমার ভক্তদের সামনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ