শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

শিক্ষা খাতে চীন ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও চীন।  পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চীনের উরুমচি শহরের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পাইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা উন্নয়ন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

ড. জাভেদ এই সমঝোতা স্মারককে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ