ভারতের টস-দুর্ভাগ্য যেন কাটছেই না। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবারও টস হেরেছেন শুবমান গিল। এর মধ্য দিয়ে টানা ১৮ ওয়ানডেতে টস হারল ভারত।
এই অদ্ভুত ধারার শুরু ২০২৩ সালের ১৯ নভেম্বর, আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে। সেদিন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স টস জিতেছিলেন রোহিত শর্মার বিপক্ষে। প্রায় দুই বছর কেটে গেছে, তবুও একবারও টস জিততে পারেনি ভারত।
প্রত্যেক টসের সম্ভাবনা ৫০-৫০। কিন্তু টানা ১৮ বার হারার সম্ভাবনা মাত্র ০.০০০৩৮ শতাংশ। পরিসংখ্যান বলছে, একটি ঠিকঠাক মেশানো তাসের প্যাকেট থেকে প্রথম তিনটি তাস যদি ক্রমানুসারে স্পেডের এস, কিং এবং কুইন হয়, তার সম্ভাবনা ১ লাখ ৩২ হাজার ৬০০ তে একবার। সেটাও ভারতের এই দুর্ভাগ্যের রেকর্ডের চেয়ে বেশি। ভারতের সঙ্গে যা হলো, এমন কিছু ২ লাখ ৬২ হাজারে একবার ঘটতে পারে স্রেফ।
গত মার্চে ভারত ভেঙে দেয় নেদারল্যান্ডসের রেকর্ড, যারা টানা ১১ ওয়ানডেতে টস হেরেছিল। রোহিত শর্মা থেকে শুরু হওয়া এই ধারায় ভারতের নেতৃত্ব বদলেছে একাধিকবার, কিন্তু টস ভাগ্য বদলায়নি।
সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ আর অ্যাডিলেডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অজিরা।
ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে, নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তারপর থেকে একবারও কয়েনের মুখ ভারতের পক্ষে পড়েনি।
তবে টস হারলেও দলীয় পারফরম্যান্সে পিছিয়ে নেই ভারত। এই সময়ের মধ্যে তারা ১৭ ম্যাচে ১০টিতে জিতেছে।