বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে, এবার দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন অভিনেত্রী।

দক্ষিণী নির্মাতা নেলসন দিলীপকুমারের পরিচালনায় তামিল সিনেমা ‘জেলার ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। এ সিনেমায় তাকে দেখা যাবে আরেক বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে। সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘জেলার ২’-এর টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য ও শুটিং সেটের ঝলক।

কেরালার মেয়ে বিদ্যা বালান এর আগেও টালিউড ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। তবে দক্ষিণের সিনেমায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে তার। যদিও এর আগে ২০১৯ সালে ‘নেরকোন্ডা পারবাই’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে।

এ সিনেমায় রজনীকান্তও থাকছেন একটি বিশেষ চরিত্রে। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালানকে দেখা যাবে কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জানা গেছে, বর্তমানে চেন্নাইয়ে চলছে সিনেমার শুটিং। পরবর্তী অংশের কাজ হবে গোয়ায়। সেই সঙ্গে আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ