বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের।

বার্সেলোনার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন জেরার্ড। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিল না।

প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা)। ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয় বাড়িটি। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো অর্থাৎ ৪২ কোটি ৭২ লাখ টাকা কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে তারা বলেছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন।

বিলাসবহুল বাড়িটিতে আছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিমনেসিয়াম ও একটি স্টুডিও। এই প্রাসাদতুল্য বাড়িতেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ