সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

সিনেমার ঘনিষ্ট দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন নায়িকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। অভিনেত্রী সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন—‘সিক্রেট গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’।  সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন।

কখনও কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া গোয়েঙ্কা বলেন, একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।

অনুপ্রিয়া বলেন, আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম— তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর। তার আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল। তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া।

অভিনেত্রী বলেন, সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ তিনি হয়তো বলতেন— ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন। অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া।

অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’ তিনি বলেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।

উল্লেখ্য, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ সিনেমায়, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ