সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

‘আমি অপুকে বাদ দিয়েছি, সেটির সাক্ষীও আছে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

বিনোদন জগতের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ফ্যাশন দুনিয়ায় পোশাক-মেকআপ নিয়ে কাজ করে থাকেন। মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন সিনেমা ও ভিডিওতে। অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী ছাড়াও দীঘি, বারিশ, মিমসহ অসংখ্য তারকার সঙ্গে একাধিক ফ্যাশন হাউসের কাজ করেছেন এ কোরিওগ্রাফার।

তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে বর্তমানে গৌতমের সঙ্গে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন এ কোরিওগ্রাফার।

গৌতম সাহা বলেন, অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি রাগ করেছি অপুর সঙ্গে। কেন রাগ করেছি সেটি আমি বলব না। তিনি বলেন, অনেকে মনে করছেন—অপু আমাকে বাদ দিয়েছে। বিষয়টি এমন নয়। আমিই বাদ দিয়েছি অপুকে। সেটির সাক্ষীও আমার আছে।

এ কোরিওগ্রাফার বলেন, আমাদের ভাইবোনের সম্পর্ক। তাই মনোমালিন্য হবেই। তবে কি কারণে সেটি বলব না। বিষয়টি ও জানে, আর আমিও জানি। আমাদের মনোমালিন্যের কারণে একসঙ্গে কাজ করা হচ্ছে না।

তিনি বলেন, তার মানে এই নয়, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। বিশেষ দিনগুলোতে আমি অপুকে, অপু আমাকে উইশ করে। একসঙ্গে কাজ না করলেও আমাদের মধ্যে এখনো সুন্দর সম্পর্ক রয়েছে।

গৌতম সাহা বলেন, অনেকেই মনে করেন আমি অপু, বুবলী কিংবা প্রথম সারির অভিনয়শিল্পী ছাড়া কাজ করি না, বিষয়টি এমন নয়। আমি সবার সঙ্গেই কাজ করি। আমার ক্লায়েন্ট যদি বলে একে নিয়ে কাজ করেন, করি। আবার ক্লায়েন্ট যদি বলে আপনার পছন্দের কাউকে নেন, তাহলে কাজের খাতিরে আমার যাকে পছন্দ তাকে নিয়েই আমি কাজ করি।

অপু বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতে কাজ করা হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে এ কোরিওগ্রাফার বলেন, আমি রাগের কারণে এখন পর্যন্ত অপুকে কাজে নিচ্ছি না। কোনো কাজের কারণে ওকে আমি এখনো মোবাইলে কোনো অনুরোধ করিনি। হয়তো কখনো ওকে নিয়ে কাজ করা হবে না। আবার হতেও পারে, এটি সময় বলে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ