সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

এবার ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভেঙে যায়।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও একফ্রেমে ধরা পড়েছিলেন তারা।

জীবনের ঠিক এমনই এক যাত্রায় এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। এটি দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে।

সামাজিকমাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জোরালো সমালোচনা— মালাইকা অরোরা ও হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা— দুজনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। অথচ অভিনেত্রীর সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ১৯ বছর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ